ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ডনাল্ড ট্রাম্প ‘আনফিট’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
ডনাল্ড ট্রাম্প ‘আনফিট’

যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত সংবাদপত্র ইউএসএ টুডে তার ৩৬ বছরের ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্সিয়াল নির্বাচনে নিরপেক্ষতা ছেড়ে একটি পক্ষ নিলো। আর সংবাদপত্রটি তার পাঠকদের সরাসরি এই আহ্বান জানিয়েছে, তারা যেনো রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে ভোট না দেন।

বৃহস্পতিবারের সংখ্যায় ইউএসএ টুডে ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেছে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত কোনও প্রেসিডেন্ট নির্বাচনেই তাদের এভাবে কথা বলতে হয়নি।

এতে বলা হয়েছে, এবারের নির্বাচনে দুই যোগ্য প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেওয়ার বিষয় নেই, এবছর প্রার্থীদের একজন, অর্থাৎ রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প সম্পর্কে সম্পাদকীয় পর্ষদ এই ঐকমত্যে পৌঁছেছে যে ট্রাম্প পেসিডেন্সির জন্য ‘আনফিট’।

সম্পাদকীয় কলামে আরও বলা হয়, ১৫ মাস আগে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দেওয়ার দিন থেকে সবশেষ বিতর্ক অবধি ট্রাম্প বার বারই প্রমাণ করেছেন তার জ্ঞান, ধৈর্য্য, ধীরতা ও সততার অভাব রয়েছে। আমেরিকার একজন প্রেসিডেন্টের জন্য যে গুনগুলোর সবকটিই থাকা জরুরি।

ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিতে পাঠকদের আহ্বান জানিয়ে ইউএসএ টুডে কেনো তা করতে হবে তার একটি তালিকা তুলে ধরেছে। এর মধ্যে ট্রাম্পের অগ্রহণযো্গ্য ভাষার ব্যবহার, বদমেজাজ, অসাধু ব্যবসা, আর অসততার কথা বলা হয়েছে।

তবে পত্রিকাটি যে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে এনডোর্স করেছে তা নয়।

এ কথা বলেছে, ট্রাম্পকে হোয়াইট হাউজের বাইরে রাখার জন্য ক্লিনটনকে ভোট দেওয়াই হতে পারে সবচেয়ে কার্যকর পথ। তবে তৃতীয় কোনও প্রার্থীকেও ভোট দেওয়া যেতে পারে।

সম্পাদকীয়তে শেষ আহ্বানটি এমন, যে করেই হোক ভোট দিন, তবে ডনাল্ড ট্রাম্পকে নয়।

এর আগে অ্যারিজোনা রিপাবলিক তার ১২৬ বছরের ইতিহাসে প্রথমবার কোনও ডেমোক্র্যাট প্রার্থীকে এনডোর্স করে। সিনসিনাটি এনকোয়রারও তার ১০০ বছরের ইতিহাসে প্রথম ডেমোক্র্যাট হিসেবে হিলারিকে এনডোর্স করে। ডালাস মর্নিং নিউজও একই কাজ করেছে। আর নিউ হ্যাম্পশায়ারের ইউনিয়ন লিডার তার ১০০ বছরের ইতিহাসে প্রথমবার কোনও রিপাবলিকান প্রার্থীর বাইরে কাউকে এনডোর্স করে। ইউনিয়ন লিডার অবশ্য বেছে নেয় লিবার্টারিয়ান প্রার্থী গ্যারি জনসনকে।

বাংলাদেশ সময় ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এমএমকে    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।